কলেজ সম্পর্কে

 শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ।

শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠার পটভূমি

মধুমতি বিধৌত গোপালগঞ্জ জেলার আপামর জনগণের বহুদিনের লালিত স্বপ্নের ফসল শেখ ফজিলাতুন্নেসা সরকারি মাহলা কলেজ । ১৯৮৫ খ্রিস্টাব্দের শুরুর দিকে কলেজের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে নির্মিত ফ্লাড সেন্টার -এর মাঠে। ঘাসের গালিচার উপর জেলা প্রশাসকের দপ্তর এবং কয়েকটি বাসা থেকে আনা চাদর বিছিয়ে বসার ব্যবস্থা করা হয়েছিল। নতুন জেলার প্রথম দক্ষ এবং বিদ্যানুরাগী জেলা প্রশাসক জনাব এ.এফ.এম. এহিয়া চৌধুরীর আহবানে জেলার সর্বস্তরের নারী পুরুষ মিলিত হয়েছিল। সেই মিলনমেলায় জেলা প্রশাসক ঘোষণা দিলেন ঐ ফ্লাড সেন্টারেই এবারের সেশন থেকে ক্লাস শুরু হবে বাস দেওয়া হবে ছাত্রীদের যাতায়াতের জন্য ।

পরবর্তীতে প্রতিষ্ঠানের নিজস্ব ভূমি দেওয়ার ব্যবস্থা করা হবে। তৎকালীন সরকারের মন্ত্রীগণসহ বহু বিজ্ঞজনের সরাসরি সুপারিশ, আর্থিক আনুকুল্য এবং স্থানীয় প্রশাসনের নিরলস প্রচেষ্টায় এবং সমগ্র গোপালগঞ্জবাসীর সার্বিক সহযোগিতায় এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি জন্মলাভ করে। ১৯৮৫ সালের ১০ অক্টোবর অপরাহে কমিউনিটি হল প্রাঙ্গণে তকালীন খাদ্যমন্ত্রী জনাব মহব্বত জান চৌধুরী কলেজের শুভ উদ্বোধন করেন। বঙ্গবন্ধু কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপক জনাব আতিয়ার রসুল স্যার অবৈতনিক অধ্যক্ষ নিযুক্ত হন।

কলেজটি প্রতিষ্ঠায় যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেন তাদের মধ্যে অন্যতম হলেন তৎকালীন জেলা প্রশাসক জনাব এ.এফ.এম. এহিয়া চৌধুরী, জনাব মোহাম্মদ আলী খান আবু মিয়া, সাবেক পৌর মেয়র ও গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের তৎকালীন সভাপতি জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব শেখ নাজির উদ্দিন এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমুখ। অধ্যাপক জনাব আতিয়ার রসুল স্যারের পর অধ্যক্ষ হিসেবে যােগদান করেন জনাব রাজেন্দ্রনাথ দাস। কলেজটির প্রতিষ্ঠা ও পরিচালনায় অধ্যাপক জনাব আতিয়ার রসুল স্যার ও জনাব রাজেন্দ্রনাথ দাস স্যারের অবদান চিরভাস্বর হয়ে থাকবে।

শুরুর দিকে কলেজের নামকরণ করা হয় গোপালগঞ্জ মহিলা মহাবিদ্যালয়। পরবর্তীতে ১৯৯৭ সালে কলেজের নাম পরিবর্তন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর সুযােগ্য সহধর্মীণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা -এর নামে নামকরণ করা হয় শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ। ১৯৯৬ সালের ৮ নভেম্বর তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয় অত্র কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় বাংলাদেশের সকল জেলা সদরে অবস্থিত মহিলা কলেজগুলোকে একইসাথে সরকারিকরণের এক ঐতিহাসিক ঘোষণা দেন, যার মাধ্যমে ১৯৯৭ সালের ৬ মার্চ এ কলেজটির সরকারিকরণের প্রজ্ঞাপন জারী করা হয়। এবং তখন থেকে কলেজটির নাম হয় শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, গোপালগঞ্জ ।

এ কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষাদানের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে সুনাম অর্জন করে আসছে। বৃক্ষ রোপণে এ কলেজটি একবার জাতীয় পুরস্কার লাভের গৌরব অর্জন করেছে।

 


প্রকাশিত হয়েছে: Wednesday, 13 October 2021, 02:31 am | সর্ব-শেষ হাল-নাগাদ : রবিবার, ৩০ জানুয়ারী ২০২২, ১২:২৪ pm